♦️♦️ইউরোপের উত্তরাংশে ডেনমার্ক প্রণালির আইসল্যান্ড-গ্রিনল্যান্ডের মধ্যে থাকা ডুবো চ্যানেলের জলের নীচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তবে বিশাল এই জলপ্রপাতটি কিন্তু ভূপৃষ্ঠের ওপরে দাঁড়িয়ে কোন ভাবেই সনাক্ত করা যায় না। এতটাই বিশাল এবং বিরাট এই জলপ্রপাতের পরিব্যপ্তি, তা ভূপৃষ্ঠ থেকে কখনোই অনুভব করা সম্ভব নয়
🔷🔷বিজ্ঞানীরা আরো জানিয়েছেন জলের নীচে থাকা এই জলপ্রপাতের চূড়া থেকে সমুদ্রের তলদেশের গভীরতা আনুমানিক ১১ হাজার ফুটেরও বেশি। যা ভেনেজুয়েলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতার দিক থেকেও বেশি উঁচু। জলের তলায় ফাঁকা এই জলপ্রপাত প্রায় ১৭৫০০ বছরের বেশি পুরাতন বলে অনুমান করছেন বিজ্ঞানীরা।
♦️♦️এই জলপ্রপাতের প্রভাব ভূপৃষ্ঠে অদৃশ্য হলেও সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার তথ্য এই জলপ্রপাতের কার্যকলাপের প্রমাণ দেয়। ডেনমার্ক প্রণালিতে এই জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। শুধুমাত্র এখানেই শেষ নয় এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ ফুট বেগে জল প্রবাহিত হচ্ছে। যেখানে নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেণ্ডে ১০০ ফুট জলের গতি দেখা যায়।

image