আকবর। বাংলাদেশের আনাচে কানাচে, অযত্নে অবহেলায় কতো প্রতিভা লুকিয়ে আছে তার প্রকৃষ্ট উদাহরণ। পুরো নাম আকবর আলী গাজী। অনেকেই বলতেন 'ইত্যাদি'র আকবর। জীবিকার জন্য রিকশা চালাতেন যশোরের এই যুবক। কিন্তু তার গান গাওয়া ছিল অসাধারণ। বিশ্রাম নিতে নিতে, খালি গলায় গাইতেন। মানুষ জড়ো হলে লজ্জা পেয়ে থেমে যেতেন। খবর পেলেন হানিফ সংকেত। তারপর তাকে যশোর থেকে এনে গান গাওয়ালেন 'ইত্যাদি' অনুষ্ঠানে। ব্যাস হইচই পড়ে গেল। এরপর ইত্যাদি অনুষ্ঠানে গান ছিলো প্রায় নিয়মিত। গেয়েছেন চলচ্চিত্রেও। হঠাৎ করেই কিডনির জটিল রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে ছিলো ডায়াবেটিস। তার চিকিৎসার কোন কার্পন্য করেননি হানিফ সংকেত। দীর্ঘদিন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে চিকিৎসা চলেছে তার। ২০২২ সালের ১৩ নভেম্বর হাসপাতালেই ইন্তেকাল করেন আকবর আলী গাজী। জানিয়ে দিয়ে গেলেন বাংলাদেশে অনাদরে অবহেলায় পড়ে থাকা অজস্র প্রতিভাবানের কথা। মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।
ছবিঃ আকবর আলী গাজী। হানিফ সংকেতের সঙ্গে। গান চিত্রায়ণের সময় তোলা ছবি (পূর্ণিমা, তারিন ও ঈশিতার সঙ্গে)।