বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে,প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে। মন মতো কাপড় পরে ইচ্ছামতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে। তার প্রায়োরিটি, লাইফ স্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে।
ধরে নিতে পারেন যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে, যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শো কেসের পুতুলকে নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেয়ার রাইট আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু বউকে ‘মাথায় তুলছে না’, তাকে নিজের মত করে বাঁচতে দিচ্ছে।

image