Udforsk fængslende indhold og forskellige perspektiver på vores Discover-side. Afdække friske ideer og deltag i meningsfulde samtaler
কে এই সেনাবাহিনীর সদস্য?!
তাঁর এই পোষাকের সন্মান আজ এক যুবতী মৃতের সম্মান রক্ষার্থে শরীর থেকে খুলে দিয়ে এর মর্যাদা হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন ! ? সেলুট জানাই তাকে !
জাতীয় সম্মানিত পদকে ভূষিত করার অনুরোধ থাকবে তার জন্য ! তার মতো সেনাবাহিনী পুরো সেনাবাহিনীকে সন্মানিত করেছেন।।
এই কান্না ক্ষুধার। এই আর্তনাদ অবহেলার বিরুদ্ধে এক নিরব চিৎকার।
Gⱥzⱥর এক শিশু—যে জানেই না তার কী অপরাধ। তার চাওয়া শুধু একটি খাবার, এক মুঠো বেঁচে থাকার আশা। অথচ আমাদের এই পৃথিবীতে তার জন্য কেউ নেই, নেই নিরাপত্তা, নেই আশ্রয়।
আমরা যখন শান্তিতে ঘুমাই, তারা তখন না খেয়ে রাত কাটায়। আমরা যখন আনন্দ করি, তারা তখন চোখের পানি গিলে টিকে থাকার চেষ্টা করে।
এই শিশুর কান্না থামাতে হলে, আমাদেরই পাশে দাঁড়াতে হবে।
বাংলাদেশ থেকে HCSB সেই চেষ্টাই করে যাচ্ছে—নীরবে, নিষ্ঠাভরে, সাহসের সাথে।
আপনার সহানুভূতি এবং সাহায্যই তাদের একটুখানি হাসির কারণ হতে পারে।
মানবতার পাশে দাঁড়ান। মানুষের পাশে দাঁড়ান।
বই সময়ের খেলা।
পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে বলতেছিলো আল্লাহ আর কিছু দূর গেলেই বেইস। আর অল্প একটু সময় বাড়ায়া দেও।
মাইলস্টোনের ছেলে মেয়ে গুলাও হয়তো বলতেছিলো কখন ক্লাসটা শেষ হবে আর বাসায় যাবো। বাসায় গেলেই শান্তি আর শান্তি, আরাম!
সবচেয়ে কঠিন হইলো সময় ক্রয় করা, যা আল্লাহ না চাইলে সম্ভব না। সে জন্যই আল্লাহ বলেন; “যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তারা এটাকে এক মুহূর্তও আগ পিছু করতে পারবে না।” (৭-সূরা আল আরাফ: আয়াত-৩৪)