ঘটনাটি বগুড়া শহরের কলোনি এলাকায়...
ছবিতে রিকশা চালক কে সঠিক চিনি না। দূর থেকে বারবার খেয়াল করছি সে গামছা দিয়ে মুখ মুছতেছে। কেন জানি সবার চোখে আড়াল করার জন্য লোকটা হয়তো এমন করতেছে। কাছে ডেকে জানতে চাইলে চোখ দিয়ে জল পড়তে থাকে আর উত্তর দেয় যে, উনার মা নাকি অসুস্থ। শুধু এটুকুই বলে কান্না করতে করতে চলে যায় রিকশায় যাত্রী নিয়ে।
তার চোখের জলে, কণ্ঠের ভাঙনে বুঝলাম সে তার মাকে কতটা ভালোবাসে, আর কতটা অসহায় এখন।
পুষ্টিহীনতায় ভুগে অবশেষে মারা গেছে সেরিব্রাল পালসি-তে আক্রান্ত ফিলিস্তিনি ৯ বছর বয়সী শিশু ইয়াজান আল-কাফারনা। কিছুদিন আগে আলোচনায় এসেছিল সে।
গর্ভাবস্থায় মা কোনো ইনফেকশনের শিকার হলে কিংবা পর্যাপ্ত অক্সিজেন নেই—এমন পরিবেশে অবস্থান করলে এবং জেনেটিক কারণেও সন্তানের সেরিব্রাল পালসি (ত্রুটিপূর্ণ মস্তিষ্ক) দেখা দিতে পারে। দেখা যায়, শিশু ভালোভাবে নড়াচড়া করতে পারছে না, অঙ্গভঙ্গিও ঠিক নেই। তবে এ রোগের মৃত্যুহার কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগ বয়স বাড়ার সাথে ভালো হয়ে যায়।
ফিলিস্তিনে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ থাকায় চরম পুষ্টিহীনতায় ভুগে হাসপাতালে 'কোনরকম' পর্যবেক্ষণে রয়েছে অসংখ্য ফিলিস্তিনি শিশু। গত রবিবার জানা যায়, এ পর্যন্ত একটি হাসপাতালেই (কামাল আদওয়ান হাসপাতাল) পুষ্টিহীনতায় মারা গেছে ১৫টি শিশু।
Tariq Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Shakib Hasan
তারা সুদর্শন পুরুষ
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Sabbir Ahmed
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?