সরকারি আজিজুল হক কলেজ।
অনেক বড় একটি খেলার মাঠ, যেখানে খেলেছে বাংলাদেশ দলের শফিউল ইসলাম , মুশফিক সহ অনেক জাতীয় দলের খেলোয়ার।মাঠটি বৃন্দাবন পাড়া এবং ফুলবাড়ী মাঝে মাঝে হাওয়াতে দু গ্রামের অন্তত কয়েকশো ছেলেপেলে মাঠে খেলাধুলা করে। এছাড়াও নামকরা কয়েকটি ক্লাব যেমন মুনস্টার, আনু মেমোরিয়াল, রিসেন্ট রিক্রিয়েশন সহ অনেক ক্রিকেট দল এখানে প্র্যাকটিস করে থাকে। বর্তমানে কলেজ কর্তৃপক্ষ থেকে মাঠে খেলাধুলা বন্ধ করে দিয়েছে, তাহলে এই এলাকার ছেলেপেলেদের কি হবে ? তারা যদি মাঠে না যায় তাহলে তারা এই সময়টা বাজে কাজে ব্যবহার করবে। বাচ্চাদের শারীরিক বিকাশের জন্য মাঠে খেলাধুলা অপরিহার্য।
করোনেশন স্কুল মাঠ
আজিজুল হক নতুন ভবন মাঠ
জিলা স্কুল মাঠ
সকল মাঠেই খেলাধুলা চললেও পুরাতন ভবন মাঠে খেলাধুলার নিষিদ্ধ হওয়ার কারণ কি?
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে অনতিবিলম্বে মাঠটি খেলার জন্য উন্মুক্ত করে দিন অন্তত বিকালবেলা।