সপ্তাহের শুরু সুইজারল্যান্ডের জেনেভায়, তারপর কাজের প্রয়োজনে নিউ ইয়র্কে আসা... কাজের ফাঁকে গুগল অফিসের ব্যালকনি থেকে ম্যানহাটন স্কাই লাইনের সাথে একটা ছবি স্মৃতির পাতায় জমা রেখে দিলাম...
ডিসেম্বরে দেশে গিয়েছিলাম... জানুয়ারিতে থাইল্যান্ড... তারপর সুইজারল্যান্ডে ফিরে কাজের প্রয়োজনে ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে যাওয়া... এরপর সুইজারল্যান্ডে বাসায় ফিরে মার্চে আবার কাজে সান ফ্রান্সিসকো... আর এখন এপ্রিলে নিউ ইয়র্ক... এভাবেই চলছে জীবনটা...
কখনও যদি ক্লান্ত লাগে, নিজেকে মনে করিয়ে দেই বাংলাদেশের সেই খুদে অ্যাডভেঞ্চার পাগল ছেলেটার কথা... যে ছোটবেলায় না ঘুমিয়ে চাদরের নিচে টর্চ লাইটের আলোয়, কিংবা লোডশেডিং এর মাঝে হ্যারিকেনের টিমটিম আলোয় গল্পের বইয়ের পাতায় অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াতো... আজ তার বাস্তবতা সেই কল্পনাকেও হার মানায়... সেখানে ক্লান্তির কোন স্থান নেই...

image