পৃথিবীর এমন একটি জায়গা, যেখানে আজও কেউ রাত কাটাতে সাহস পায় না!😮
জায়গাটির নাম আইল্যান্ড অফ দ্য ডলস — মেক্সিকোর এক অদ্ভুত দ্বীপ, যা হাজার হাজার পুরনো, বিকৃত পুতুলে ভরা!
আশেপাশের গ্রামবাসীরা বলেন, এখানকার পুতুলগুলো নাকি মাঝরাতে নিজেদের চোখ নাড়ায়, ফিসফিস করে কথা বলে, এমনকি হেসেও ওঠে!এই দ্বীপে একবার এক মেয়ের মৃত্যু হয়। তারপর থেকেই এখানে একের পর এক পুতুল ঝুলতে শুরু করে— যেন আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা। কিন্তু বছর পেরোতেই স্থানটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর রহস্যের কেন্দ্রবিন্দু।
মনস্তাত্ত্বিকরা বলেন, এমন পরিবেশে মানুষের মস্তিষ্ক বিভ্রমে পড়ে, কিন্তু অনেকেই দাবি করেন— তারা অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছেন!

image