ভারতের গুজরাটের ভাদোদারা এলাকায় পানিপুরি কম দেওয়ায় সড়ক অবরোধ করেছেন এক নারী। তার দাবি, ২০ টাকার বিনিময়ে ৬টা পুরি পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র ৪টা। এ জন্য সড়ক অবরোধ করেন তিনি!
এ সময় তার অবরোধের কারণে যানজট লেগে যায়, গাড়িচালকরা ওই নারীকে এড়িয়ে চলতে বাধ্য হন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তখনই ঘটনাটি আরও নাটকীয় রূপ নেয়। ওই নারী কেঁদে ফেলেন এবং অনড়ভাবে নিজের দাবি জারি রাখেন।
ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই ‘পানিপুরি আন্দোলন’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শেষ হয়। তাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।
তিনি কি পরে বাড়তি দুটো পানিপুরি পেয়েছিলেন? সেটা আমরা জানতে পারিনি!
.

image