নাজমুল হোসেন শান্ত মনে করেন ১০০ টেস্টের পরেও মুশফিকুর রহিমের টেস্ট চালিয়ে যাওয়া উচিত। কিন্তু আমাদের দেশে ক্রিকেটারের বয়স ৩০ ছুঁলেই যেন সবাই তাকে বিদায় জানাতে প্রস্তুত হয়ে যায়। অস্ট্রেলিয়ার দলে ৩৯ বছর বয়সী উসমান খাজা এখনো গুরুত্বপূর্ণ সিরিজে ওপেন করছেন, কারণ দলে তার অভিজ্ঞতা ও উপস্থিতি দরকার। খাজা বড় রান না করলেও তাকে দল ধরে রেখেছে প্রয়োজনের জায়গা থেকে।
বাংলাদেশে তবে উল্টো চিত্র—যখন মুশফিকের মতো কেউ অভিজ্ঞতা নিয়ে খেলতে চান, তখনই তরুণদের জায়গা দিতে হবে বলে চাপ তৈরি হয়। মুশফিক ১০০তম টেস্টের পর ব্যাট-প্যাড তুলে রাখবেন নাকি সামনে তাকাবেন, সেটাই প্রশ্ন। সিলেটে ২৩ রানে থেমে যাওয়ার পর মিরপুরেও ব্যর্থ হলে সমালোচকেরা তাকে অবসরের দিকে ঠেলে দেবে—এটা আমাদের ক্রিকেট সংস্কৃতিরই অংশ হয়ে গেছে।

Aryan Chowdhury
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Nafisa Kamal
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Anika Islam
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?