Знакомьтесь сообщений

Изучите увлекательный контент и разнообразные точки зрения на нашей странице «Обнаружение». Находите свежие идеи и участвуйте в содержательных беседах

image

image

image

image

image

image

image

কোটিপতি তো তাকেই বলা যায়, দিনশেষে যার একাউন্টে 5 ওয়াক্ত নামাজ জমা হয়।
🌿জুম্মা মোবারক 🌿

যিনি প্রকৃত প্রতিভাবান তাঁর সাফল্য ১ শতাংশ অনুপ্রেরণা
আর বাকি ৯৯ শতাংশ তাঁর নিজের পরিশ্রমের ফল।
যারা বিশ্বাস করেছ, শোনো: ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও।
যারা ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন।
জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন:
জেদ আর আত্মবিশ্বাস
তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ!

image