Udforsk fængslende indhold og forskellige perspektiver på vores Discover-side. Afdække friske ideer og deltag i meningsfulde samtaler
৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরও আশুলিয়ায় পুলিশ যে নির্মমতা চালিয়েছে, সেই ভিডিও সম্ভবত আপনারা সবাই দেখে ফেলেছেন ফেইসবুকে। ওই ভিডিও এতোটাই ভয়াবহ যে সেটা শেয়ার করতেও দ্বিধা হচ্ছে।
ওই জায়গায় পুলিশের যেসব লোক ছিলো এবং তাদেরকে নির্দেশনা দিয়েছিলো যেই/যেসব অফিসার, তারা কোন অবস্থাতেই মানুষের বাচ্চা হতে পারে না, কোন মানুষের বাচ্চার পক্ষে এসব করা পসিবল না।
ওই জায়গায় যেসব পুলিশ ছিলো এবং তাদের নির্দেশদাতা পুলিশ কর্মকর্তা ছিলো, তাদেরকে চেনা দরকার। কেউ যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন, জানানোর জন্য অনুরোধ করছি।