বগুড়া সান্তাহারে ট্রেনের ধাক্কায় মেরিন ইঞ্জিনিয়ার জয় নিহত
বগুড়ার সান্তাহার স্টেশনের ১নং রেলগেটে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নাছিম আহমেদ জয় (৩১) নিহত।
নিহত ব্যক্তি হলেন, আদমদিঘি উপজেলার সাং- কোমরভাগ চকসোনার, পিতা আব্দুর রাজ্জাক মাস্টারের পুত্র আমেরিকা প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার নাসিম আহমেদ জয়।
জানা যায়, উক্ত সময় দায়িত্বরত গেটম্যানের কথা উপেক্ষা করে রেলগেট পাড় হওয়ার সময় এই ঘটনা ঘটে। তিনি একজন আমেরিকায় কর্মরত মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। গত ১০ দিন
কে এই সেনাবাহিনীর সদস্য?!
তাঁর এই পোষাকের সন্মান আজ এক যুবতী মৃতের সম্মান রক্ষার্থে শরীর থেকে খুলে দিয়ে এর মর্যাদা হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন ! ? সেলুট জানাই তাকে !
জাতীয় সম্মানিত পদকে ভূষিত করার অনুরোধ থাকবে তার জন্য ! তার মতো সেনাবাহিনী পুরো সেনাবাহিনীকে সন্মানিত করেছেন।।
Nafis Iqbal
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Ziaul Haque
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Fahim Ahmed
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?