সপ্তাহের শুরু সুইজারল্যান্ডের জেনেভায়, তারপর কাজের প্রয়োজনে নিউ ইয়র্কে আসা... কাজের ফাঁকে গুগল অফিসের ব্যালকনি থেকে ম্যানহাটন স্কাই লাইনের সাথে একটা ছবি স্মৃতির পাতায় জমা রেখে দিলাম...
ডিসেম্বরে দেশে গিয়েছিলাম... জানুয়ারিতে থাইল্যান্ড... তারপর সুইজারল্যান্ডে ফিরে কাজের প্রয়োজনে ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে যাওয়া... এরপর সুইজারল্যান্ডে বাসায় ফিরে মার্চে আবার কাজে সান ফ্রান্সিসকো... আর এখন এপ্রিলে নিউ ইয়র্ক... এভাবেই চলছে জীবনটা...
কখনও যদি ক্লান্ত লাগে, নিজেকে মনে করিয়ে দেই বাংলাদেশের সেই খুদে অ্যাডভেঞ্চার পাগল ছেলেটার কথা... যে ছোটবেলায় না ঘুমিয়ে চাদরের নিচে টর্চ লাইটের আলোয়, কিংবা লোডশেডিং এর মাঝে হ্যারিকেনের টিমটিম আলোয় গল্পের বইয়ের পাতায় অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াতো... আজ তার বাস্তবতা সেই কল্পনাকেও হার মানায়... সেখানে ক্লান্তির কোন স্থান নেই...
গ্রিন বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ।
সচেতন বার্তা অসাধারণ একটা কাজ করছে জিকিউ ফুড লিঃ
তাদের Krispy কার্ল চিপসে একটা অফার দিছে, ২০পিস চিপসের খালি প্যাকেট জমা দিলে ১প্যাকেট চিপসের প্যাকেট ফ্রী।
বাচ্চারা এখন চিপস খাবে বেশি কিন্তু চিপসের প্যাকেট রাস্তায় ফেলবে না।
প্রত্যেকটা কোম্পানির উচিৎ বড় করে তাদের পণ্যের প্যাকেট সচেতন বার্তা লিখে দেখা। অনেকে লিখেন ছোট করে কোন এক কোনায়।
এতে যদি ১% ও কাজ হয় তাহলেও অনেক কম হবে ময়লা।
এই কাজটা দেশের সকল প্লাস্টিল বোতল জাত ড্রিংক্স কোম্পানি চালু করা উচিত।
এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।
মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।
বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো। কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ।
Nafis Iqbal
পুটি মাছ মারবার যাইয়া মাইরা আনছি বোল।
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Ziaul Haque
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Fahim Ahmed
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?