বিসিবির সভাপতি ২ নাম্বারি করলে সেটা এখন তামিম গিয়ে জিজ্ঞেস করবে? তামিম বোর্ডের কে? তামিম না বিসিবির কেউ, না ক্রীড়া মন্ত্রনালয়ের কেউ। সে অন্যদের মতোই সাধারণ একটা ক্রিকেটার হিসেবে গেছে৷ মোহামেডানের অধিনায়ক হিসেবে গেছে। ফারুকের আলাপ আপনি ফারুককে প্রশ্ন করেন, দেশের কোন মিডিয়া তো এখন অব্দি প্রমান করতে চাইলো না যে সে এই দূর্নীতি করছে। রিয়াশাদ আজিমের দায়িত্ব এটা না, তিনি এখন সাংবাদিকতাও করছেন না। তিনি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তবুও তিনি যে সাহস দেখিয়েছেন। একটা মিডিয়াকেও দেখলাম না বিষয়টা সত্য বা মিথ্য সেটা দেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতে।

image