আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।
স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে কক্ষে চিকিৎসা নিচ্ছে সে কক্ষে উনি একমাত্র শিক্ষক। বাকী সবাই উনার ছাত্র-ছাত্রী। উনি ডাক্তারদের উদ্দেশ্যে বার বার বলতেছে, আমার বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে। আগে ওদের উন্নত চিকিৎসার ব‍্যবস্থা করুন।
যারা স্বার্থের জন্য বাচ্চাদের ক্ষতি করে ওদের জন্য স‍্যার একজন আদর্শ হতে পারে।
ওদিকে নীলফামারীর মেমের অবস্থাটা তো সকলে জানেন যে, তিনি মা"রা গেছেন।
উত্তরবঙ্গের লোকদের নিয়ে সত্যি গর্ব হচ্ছে।
💓স‍্যালুট স‍্যার আপনাদেরকে।

image