Jelajahi konten menawan dan beragam perspektif di halaman Temukan kami. Temukan ide-ide segar dan terlibat dalam percakapan yang bermakna
বিপ্লবত্তোর নেপালের নতুন সরকার টাকা ছাপানোর জন্য ভারতের পরিবর্তে চীনের সাহায্য নিচ্ছে। নিঃসন্দেহে তারা অতীত থেকে শিক্ষা নিয়েছে।
একাত্তরের পর বাংলাদেশের টাকা ছাপানোর দায়িত্ব ভারতীয় টাকশালকে দেওয়া হয়েছিল। তারা প্রতিটি নাম্বারের বিপরীতে দুটি করে নোট ছাপে। এক সেট নোট তারা বাংলাদেশ সরকারের হাতে দেয়।
আরেক সেট নোট তারা সীমান্তবর্তী কালোবাজারিদের হাতে তুলে দেয়। ভারতীয় কালোবাজারিরা ওই নকল নোটের বিনিময়ে বাংলাদেশ থেকে প্রচুর পণ্য কিনে ভারতে পাচার করে দেয়।
চুয়াত্তরের দুর্ভিক্ষের পেছনে এই নকল নোট বেশ বড় ভূমিকা রাখে। আশা করি নেপাল সরকার বন্ধু চিনতে পেরেছে।
ওনার নাম প্রদীপ কাবরা। বিভিন্ন মুভিতে ওনাকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন, বিশেষ করে ভিলেন চরিত্রে। কিন্তু বাস্তব জীবনে উনি কেমন জানেন? উনি ওনার বয়স্ক মায়ের সম্পূর্ণ দেখাশোনা নিজে করেন। মাঝেমধ্যে ওনাকে তার মা-কে ঘাড়ে করে নিয়ে ঘুরতে দেখা যায়, কখনো কখনো সে তার মাকে সমুদ্র দেখাতে নিয়ে যায়, তার মাকে খাবার খাওয়াই দেয় আর বাদবাকি সবকিছুও নিজেই করেন শুধুমাত্র তার প্যারালাইজড মায়ের মুখে আরেকবার হাসি দেখার জন্য। বয়স হলেই বৃদ্ধাশ্রমে মা-বাবাকে ফেলে আসার যুগে প্রদীপের মতো ছেলে খুবই রেয়ার
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরে দেখা ২০০৬! 🇧🇩
প্রায় ১৯ বছর আগে এই মাঠেই শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ, হাবিবুল বাশারের নেতৃত্বে মাশরাফি-আশরাফুলদের ঐতিহাসিক জয়! ❤️
এখন সময় এসেছে স্টেডিয়াম সংস্কারের—যাতে আবার বগুড়ায় ফিরে আসে আন্তর্জাতিক ক্রিকেট ও সেই লাল-সবুজ উল্লাস!
LottoMart: A Comprehensive Overview of the Online Lottery Platform | #lottomart